শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ রায়পুরাতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি বোয়ালখালী ভাণ্ডালজুড়ির পানি চায় সিডিএ মধুখালীতে শীতের পুরান কাপড় বাজারে ক্রেতার ভিড়

রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর শহীদুল্লাহ্ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৬৪ বার পঠিত

মুন্নি আক্তার, নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে হামলার শিকার শহীদুল্লাহ্ (২৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি মো. মফিজ (৩৩) ওরফে মনিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে খাগড়াছড়ি সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত মনি উপজেলার কোদালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম ধোপাঘাট এলাকার শাহ আলমের ছেলে।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতে তার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

সূত্রে জানা যায়, উপজেলার কোদালা ইউনিয়নের ধোপাঘাট সিকদার বাড়ি এলাকার ফজল করিমের ছেলে শহিদুল্লাহ গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তার ৭ বন্ধুর সাথে মাছ ধরতে কর্ণফুলী নদীতে যায়। তারা কোদালা ধোপাঘাট ব্রিকফিল্ড এলাকায় রাত ২টার দিকে মাছ ধরতে নামে। এসময় অজ্ঞাত ৭/৮ জন যুবক তাদের ওপর ইটপাটকেল নিয়ে হামলা চালালে অন্যরা পালিয়ে গেলেও নিখোঁজ হয়ে যায় শহীদুল্লাহ।

এরপর ১ অক্টোবর ভোর ৭টায় শিলক ইউনিয়নের ভান্ডারির স’মিল ঘাট থেকে তার মরদেহটি উদ্ধার হয়।

এই ঘটনায় গত ২ অক্টোবর দক্ষিণ রাঙ্গুনিয়া থামায় হত্যা মামলা দায়ের করেন তার পিতা। মামলায় মনি ছাড়াও তার বড় ভাই মো. নাছের (৪২) এবং কোদালা ধোপাঘাট জান মোহাম্মদ বাড়ির ছৈয়দ আলমের ছেলে আবদুল হান্নানসহ (৩৫) অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, “মামলার পর থেকে অভিযুক্ত আসামিদের ধরতে আমরা তৎপর ছিলাম। সোমবার গোপন সংবাদে খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে আদালত পরবর্তী তারিখে এর শুনানি করবে। অন্য আসামিদেরও ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।”

নিহতের পিতা অভিযোগ করে বলেন, “আমার ছেলে পেশায় রাজমিস্ত্রি এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্মমভাবে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পানিতে ফেলে দিয়েছে তারা। হামলাকারীদের মধ্যে তিনজনকে চিনে ফেলেছে আমার ছেলের বন্ধুরা। তাদের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটেছে। আমি অন্য আসামিদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।