উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের হলরুমে দারিদ্র মহিলাদের কর্মসংস্থান সহায়তা প্রকল্পের-২ এর উদ্যোগে স্কুলগামী শিক্ষার্থীদের বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা ও আইন বিষয়ক কর্মশালা, সেনেটিশন উপকারণ বিতরণ করা হয়েছে। উক্ত প্রকল্পের অন্তর্ভুক্ত থাকা পাঁচজন এ প্লাস প্রাপ্ত ছাত্রীদের শুভেচ্ছা ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় আলোচনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ। এ সময় আরো উপস্থিত ছিলেন- পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজন কুমার প্রামানিক, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্কুলের শিক্ষার্থী। অনুষ্ঠানে রাজগঞ্জ বালিকা বিদ্যাপিঠের ১০০ জন শিক্ষার্থীকে সেনিটেশন উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মাহাবুবুর রশীদ।