সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবি-সম্পাদক জসিম ও প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিনের কথার উত্তম চক্রবর্তী

উত্তম চক্রবর্ত,মনিরামপুরঃ
  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

 

উত্তম চক্রবর্ত,মনিরামপুরঃ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমাজের কথার প্রতিনিধি এসএম রবিউল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক স্পন্দনের প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন। শনিবার (২ মার্চ) সন্ধ্যায় রাজগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের আলোর আলহাজ নজরুল ইসলাম মাষ্টার। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক যশোর পত্রিকার মোঃ হেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। কমিটিতে কোষাধ্যক্ষ পদে দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকার মফিজুর রহমান, দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিত পল্লীকথার মোঃ বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার উত্তম চক্রবর্তী, আইসিটি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দৈনিক কল্যাণের মোঃ শাহিনুর রহমান, নির্বাহী সদস্য-১। দৈনিক কল্যাণের নিরঞ্জন চক্রবর্তী, ২। সাপ্তাহিত রেড নিউজের হাবিবুর রহমান সোহাগ, দৈনিক যশোর’র মোঃ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সভাপতি এসএম রবিউল ইসলাম রবি। নতুন কমিটির নাম ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যদের একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু। প্রধান অতিথি, তার বক্তব্যে বলেন- সংবাদ মাধ্যমকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে রাজগঞ্জ প্রেসক্লাব নিরলস ভাবে কাজ করবে বলে আশা করছি। সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে রাজগঞ্জকে একটা বড় উচ্চতায় নিয়ে যেতে সাংবাদিকরা ভূমিকা রাখবে। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের দাতা সদস্য মোঃ শরিফুল ইসলাম চাকলাদার, আওয়ামীলীগ নেতা মোঃ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, ইউপি সদস্য খালেদুর রহমান টিটো, যুবলীগ নেতা হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের ঝাঁপা ইউনিয়নের সভাপতি জুয়েল রানা অপু, স্বেচ্ছাসেবক লীগের চালুয়াহাটি ইউনিয়নের আহবায়ক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।