উত্তম চক্রবর্তী, মণিরামপুরঃ
‘হাসবে রোগী বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্ত দান’ এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের (এফসিবিএফ) ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৩ অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে এ অনুষ্ঠান হয়। এ সংগঠনের সভাপতি রেজওয়ান আহমেদ রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, রাজগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, আইসিটি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য শাহিনুর রহমান, যশোর জেলার ২২টি স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের সভাপতিবৃন্দ। পরে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।