রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘ দিনের ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। (৭ আগস্ট) সোমবার থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের মৃত সেকেন্দার হাওলাদারের পুত্র ইয়াহিয়া হাওলাদার ও উপজেলার রাজনগর ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের নবুল্লাহ শেখের পুত্র মোঃ রাসেল। রামপাল থানা সূত্রে জানা গেছে যে, আসামিরা দীর্ঘ দিন পলাতক ছিল। থানা পুলিশের তৎপরতায় এদের আটক করা হয়। গ্রেফতারকৃত রাসেল বটিয়াঘাটা থানায় দায়েরকৃত জি আর ৭৩/০৩ মামলার আসামি। এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, সোমবার রাতে থানা পুলিশের দুটি দল পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করছে। আজ (৮ আগস্ট) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।