রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ শিমুল শেখ (৩৫) ও মোহাইমিনুল ইসলাম শোভন ওরফে ময়না (২০) নামের দুইজনকে আটক করেছে। ২৭ মে শনিবার সন্ধ্যা ৭টায় ও রাত ১১ টায় রামপাল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত শিমুল শেখ উপজেলার উজলকুড় ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কওসর শেখ’র পুত্র ও অপরজন মোহাইমিনুল ইসলাম শোভন রামপাল সদর ইউনিয়নের চিত্রা গ্রামের আমিনুল ইসলাম’র পুত্র। এসময় তাদের কাছ থেকে ৯২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, এসআই শ্রীবাস কুন্ডু ও এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে আসামীদের গাঁজাসহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।