মল্লিক মো. জামান, রামপাল(বাগেরহাট)
বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মুত্তাকিন শেখ (১৯) নামের এক মাদকসেবী যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত যুবক মুত্তাকিন উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামের রফিক শেখের ছেলে।
বুধবার (১৫ নভেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় দেবরাজ ঘাটে মাদক কেনা-বেচা লিপ্ত আছে কয়েকজন যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর কুমারেশ বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশ একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসময় পুলিশ কুত্তাকিনের দেহ তল্লাশী করলে ৪০( চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম জানান, গতরাতে অভিযান চালিয়ে মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে এক মাদকসেবী যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মুত্তাকিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।