মল্লিক মো. জামান, রামপাল (বাগেরহাট)
বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ সুব্রত রায় (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মাদক কারবারি সুব্রত উপজেলার হুড়কা ইউনিয়নের কাঠামারী গ্রামের মৃত নিরোধ বিহারী রায়ের ছেলে।
সোমবার (২৯ জানুয়ারি) রাতে রামপাল থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় কাঠামারী গ্রামের আসামির চায়ের দোকানে গাঁজা কেনা-বেচায় লিপ্ত সুব্রত। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর দীনেষ ঘোষের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসয় পুলিশ ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ সুব্রতকে গ্রেফতার করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গতকাল রাতে থানা পুলিশের নিয়মিত অভিযানে হুড়কা ইউনিয়নের কাঠামারী গ্রামের মাদক ব্যবসায়ী সুব্রত রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু পূর্বক আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। রামপাল থানার এরিয়ায় কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবিকে থাকতে দেওয়া হবেনা। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের আইনের আওতায় আনতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।