রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে বাবু মীর ওরফে গাঁজা বাবু (৫১) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত বাবু উপজেলার বাইনতলা ইউনিয়নের বাইনতলা গ্রামের মৃত মালেক মীরের পুত্র।
(১৮ আগস্ট) শুক্রবার রাত ৯ টার দিকে বাবু গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বাইনতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দিদির মোড় নামক স্থানে অবস্থান করছে বলে রামপাল থানা পুলিশ গোপন সূত্রে খবর পায়। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর দীনেষ ঘোষের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে বাবুকে ৪৫ (পয়তাল্লিশ) গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান যে, বাবু মীর দীর্ঘ দিন ধরে গাঁজা ব্যবসা করে আসছে। তাকে গতরাতে অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে এবং আজ (১৯ আগস্ট) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন যে, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আমি সেটা সর্বোচ্চ দিয়ে রামপাল থানাকে মাদকমুক্ত রাখার চেষ্টা করবো।