রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামের মানিক নদীর চর থেকে হাসিব শেখ (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী এলাকার আমির আলী শেখ’র পুত্র।
১৭ জুন শনিবার দুপুর সাড়ে ১২ টায় নৌ পুলিশ ও রামপাল থানা পুলিশ যৌথভাবে মানিক নদীর চর থেকে শিশু হাসিবের লাশ উদ্ধার করে।
রামপাল থানা ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে যে, শিশু হাসিব শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়। শনিবার দুপুরে হাসিবের লাশ পানিতে ভাসতে দেখে শিশুটির পিতা পুলিশকে সংবাদ দিলে রামপাল থানা পুলিশ ও নৌ পুলিশ যৌথভাবে শিশু হাসিবকে নদী থেকে উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, শিশু হাসিবের পিতা পুলিশকে জানালে নৌ পুলিশ ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিবের লাশ উদ্ধার করে। নিহত শিশুর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নৌ পু্লিশ লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে।