রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”-
মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে সারাদেশের ন্যায় বাগেরহাটের রামপালে যথাযথ সম্মান, মর্যাদা ও শ্রদ্ধার সাথে মহান ”মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক দিবস” পালিত হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ রামপাল উপজেলা শাখার আয়োজনে ১ লা মে সোমবার সকাল ১০.০০ টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিত্তর সোনালী ব্যাংক চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা শ্রমিক লীগের সভাপতি আশরাফুল আযম আকুঞ্জী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডঃ চয়ন মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদ শেখ সাদী সহ শ্রমিকলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।