বুধবার, ০৭ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে নবনিযুক্ত জেলা ও দায়রা জজের সংবর্ধনা মুন্সীগঞ্জ আদালতের সহায়ক কর্মচারীদের ২ ঘন্টা কর্মবিরতি টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক বাক্কার, সাংগঠনিক সম্পাদক কাদির  ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত ।  মুন্সীগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত  সাতক্ষীরার কালীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়ার অভিযোগ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক

রামপালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত

 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ পালন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা মানবাধিকার কমিশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মো. সাইফুল আলম বকতিয়ার’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার বিদায়ী অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ আফজাল হোসেন, বিষ্ণপদ বাগচী, মো. বজলুর রহমান, মো. মোস্তফা কামাল পলাশ, এম. এ সবুর রানা, এ্যাড. হাফিজুর রহমান, মিলন মন্ডল, কৃষ্ণা রাণী, মো. গোলাম ইয়াছিন রাজু, শেখ শাহজালাল, সুজন মজুমদার, সিরাজুল ইসলাম, মো. আবু হুরায়রা ও মোসা. ঋতু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শুধাংশু শেখর, প্রভাষক শেখ শাহ নেওয়াজ, হাওলাদার আ. মান্নান, মোতাহার মল্লিক, মো. আসাদুর রহমান, মল্লিক মো. জামান, লায়লা সুলতানা, মো. আয়াজ শিকারী, মো. আকাশুজ্জামান শেখ, মো. মহিদুল ইসলাম, মো. শাফায়েত, মো. হাসান, মো. হেলাল, মো. রাহাত, মো. তুহিনসহ রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, ফিলিস্তিনে প্রতি মুহুর্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। একই রূপ ঘটনা ঘটেছিল মায়ানমারে। অবিলম্বে ফিলিস্তিনসহ পৃথিবীতে যারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবিরত ঘটিয়ে চলছে, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান হয়। এছাড়া যারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানানো হয়।

মল্লিক মো. জামান
রামপাল, বাগেরহাট।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।