বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরিক্ষার মেশিন চোরাই কাজে ব্যবহৃত গাড়ি ও ড্রাইভার সহ দুইজনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বাইনতলা ইউনিয়ন থেকে মামলার তদন্ত কারী অফিসার এসআই লিটন এর নেতৃত্বে উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত ইনতাজউদ্দীন হাওলাদার এর পুত্র আবু তাহের (৪৬) ও হাওলাদার গিয়াস এর পুত্র হাওলাদার সোহেল (২৭) কে গ্রেফতার করে । তারপর শনিবার (৪ফেব্রুয়ারী) বিকাল ৪টায় ভাগা কামাল ফিলিং স্টেশনের পিছনে ফাঁকা জায়গা থেকে চোরাই কাজে ব্যবহৃত গাড়িটি আটক করা হয়।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, আটককৃতদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।