সেলিম রেজা বান্দরবান জেলা প্রতিনিধিঃ
লামায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তামাক চাষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। আইন শৃঙ্খলা কমিটির সভায় লামা উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি শান্তুনু কুমার দাশ বিস্ময় প্রকাশ করে বলেন, জীবনে এত তামাক ক্ষেত দেখি নাই। চারদিকে সবুজ দৃশ্য দেখে প্রথমে এগুলোকে সবজি বা পালং শাক মনে করেছিলাম। তামাকের ভয়াল বিস্তার, যা রীতিমত সবাইকে অবাকই করে।
মঙ্গলবার ৩০ জানুয়ারি অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল, আলোচনায় অংশ নেন পরিষদে৷ ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি এসএম রাহাতুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ, নির্বাচন অফিসার, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, লামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রুপসিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোছাইন চৌধুরী। অনুষ্ঠানে পুলিশের দায়িত্বশীল আচরনে সন্তোষ প্রকাশ করা হয়। এলাকায় সরকারি বেসরকারি উন্নয়নের কথা উল্লেখ করে ইট উৎপাদনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রেসক্লাব সভাপতি। অপরদিকে সর্বত্রয় তামাকের ভয়াল বিস্তার হচ্ছে নির্বিঘ্নে। বসত ভিটার মাটি টুকু ব্যাতিত পরিবেশ বিধ্বংসী তামাক সবখানে সয়লাব হয়ে, নদী, খাল ছড়ার দু’পাশে ইঞ্চি জায়গাও খালী নেই। একদা এই উর্বর পলিমাটিতে আলু, বাদাম, মরিচ, পেঁয়াজ, রশুন ইতাদি চাষ হতো। তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে পরিস্থিতি মোকাবেলার দাবি উঠেছে আইন শৃঙ্খলা কমিটির সভায়।