আরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছেন, পাঁচশোর অধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ। র্যালী শুরুর আগ মুহূর্তে শিক্ষার্থীরা প্রধান অতিথি ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে প্রধান অতিথিও শিক্ষকগণ কবুতর উড়িয়ে র্যালী শুরু করেন।
বুধবার ১৪ই (জুন) সকাল ১১ টায় লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে ছাত্রছাত্রীরা ব্যানার ফেস্টুন, প্লেকার্ড ও মাথায় টুপি পড়ে র্যালীতে অংশগ্রহন করেন। স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত র্যালিতে শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন। অত্র প্রতিষ্ঠানের মাঠ থেকে শুরু করে শহরের প্রানকেন্দ্র মিশনমোড় হয়ে পুনরায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে র্যালীটি শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জেলা প্রশাসকের পক্ষে, অতিরিক্ত জেলা প্রশাসক জনাবা আফরোজা খাতুন, লালমনিরহাট। তিনি বলেন, স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ, গড়ার জন্য আমাদের স্মার্ট শিক্ষায় শিক্ষিত হতে হবে ও স্মার্ট মানুষ হতে হবে। আরো উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক, আব্দুল মান্নান ইন্সট্রাক্টর গণিত সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ,আফজল হোসেন মন্ডল, বলেন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিস্তারে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সারাদেশের ন্যায় এই র্যালী সফলভাবে পালন করলাম।