আরিফুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধিঃ
বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি,দ্রব্যমূলের অগ্রগতি ও ১০দফা দাবি আদায়ে লালমনিরহাট জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়
শনিবার বিকাল ৪ঘটিকায় লালমনিরহাট কালেক্টর মাঠে বিএনপি জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে সমাবেশে যোগ দেয়
প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর,বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক উইং এর সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা,কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান,সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু।
সমাবেশে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন চাল, ডাল,লবণ সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রনে আনতে হবে। জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দিতে হবে। মনে রাখতে হবে এটা ২০১৮ নির্বাচন না এটা ২০২৪,কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু বলেন,সরকার কে রাতের ভোট আর করতে দেওয়া হবেনা,বিএনপির এখন একটাই দাবী শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবেনা,শেখ হাসিনা কে পদত্যাগ করতে বাধ্য করা হবে এজন্য দলের নেতা কর্মীরা প্রশ্তুত রয়েছে
নেতা কর্মীদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলতে হবে সবাই প্রস্তুত থাকবেন।ভোট ডাকাত সরকার ১০ টাকা কেজি চাল খাওয়াতে চেয়ে পারেনি, সারের দাম কয়েক দফায় কয়েকগুণ বাড়িয়েছে, দ্রব্যের দাম বাড়িয়ে আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে।বেগম খালেদা জিয়াকে শর্তহীন মুক্তি দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।