আরিফুল ইসলাম আরিফ,লালমনিরহাট প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে র্যালি করেছে বর্ণিল তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (৮ই মার্চ ) জুম্মার নামাজের পর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে র্যালিটি বের হয়ে বাজার প্রদর্শন করে মহেন্দ্রনগর বটতলায় এসে শেষ হয়।
রমজানের পবিত্রতা রক্ষার্থে সব ধরনের অশ্লীলতা পরিহার করা এবং দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধে স্লোগান তোলেন মুসল্লিরা।
সংগঠনটির স্বেচ্ছাসেবীদের নেতৃত্বে বিপুল সংখ্যক মুসল্লিগণ র্যালি অংশ নেন।
এ সময় মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা।
রেলি শেষে বক্তব্য রাখেন মহেন্দ্রনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো:মিরাজুল ইসলাম মাহাদী, তার বক্তব্যে তিনি বলেন
রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে অশ্লীলতা বন্ধ করতে হবে, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান তিনি