সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কদলপুরে ইদ্রিস খানঁ চৌধুরী বাড়ির উদ্যোগে ফি চিকিৎসা ক্যাম্প  সাবেক দুই সংসদ সদস্যসহ ১৯ জনের নামে পঞ্চগড়ে হত্যা মামলা বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসদাচরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত রাউজানের ছিটিয়াপাড়ায় আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় রেলস্টেশনে ফেন্সিডিলসহ তরুণ আটক পাটকেলঘাটায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের কর্মী সভা  ভারতে পাচারকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা থেকে আসামীসহ ৩টি স্বর্ণের বার আটক বকশীগঞ্জে বৃদ্ধ শ্বশুরকে পেটালেন পুত্রবধূ প্রধান শিক্ষকের বিরূদ্ধে কর্মচারি নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব জি এম সোহরাব আলীর ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত 

লালমনিরহাটে যুবলীগ সদস্য জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বিএনপি’র ৩ নেতা আটক

মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

 

 

মোঃ শফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

 

লালমনিরহাট হরতালে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপি’র ৩জন নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার(৩০ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম।

আটককৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন মাষ্টার ও হারাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হাকিম খান।

আদালত সুত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর সকালে বিএনপি’র ডাকা হরতালে সদর উপজেলার মহেন্দ্রনগর রেলগেট এলাকায় বিএনপি’র নেতাকর্মীরা আওয়ামীলীগের কর্মীদের উপর হামলা চালায়। এতে ৬জন আহত হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ওই দিন রাতে সদর উপজেলা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম মারা যান।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় উচ্চ আদালতে জামিন নিয়েছিলেন অভিযুক্তরা।

উচ্চ আদালতের জামিনে থাকা অভিযুক্তদের ৩জন মঙ্গলবার লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক নজরুল ইসলাম তাদের ৩জনের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

লালমনিরহাট আদালত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে বিএনপি’র ৩ নেতাকে কঠোর নিরাপত্তায় লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।