মুন্সীগঞ্জের লৌহজংয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্হান নিশ্চিতকল্পে প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট একক গৃহ নির্মান এর ৪র্থ পর্যায়ের কাজ চলমান রয়েছে।
লৌহজং উপজেলার ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে।
সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের জমিসহ গৃহ প্রদান উপলক্ষে আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানায়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইউএনও মোহাম্মদ আবদুল আউয়াল। তিনি জানান, চতুর্থ পর্যায়ে মুন্সীগঞ্জে ২৮২টি পরিবারের মাঝে জমিসহ ঘর দেওয়া হচ্ছে।বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা।
এর মধ্যে লৌহজং উপজেলার ৪৫টি পরিবার ভূমিসহ ঘর পাচ্ছে। প্রতিটি ঘর তৈরির জন্য ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। এসব ঘরে এখন নলকূপ স্থাপন ও বিদ্যুৎ সংযোগসহ চলছে শেষ মুহূর্তের কাজ। ইতোপূর্বে প্রথম পর্যায়ে ১৫৫টি ও তৃতীয় পর্যায়ে ১২টি পরিবার জমিসহ ঘর পেয়েছেন। তিনি আরও জানান, ৪৫টি ছাড়াও বর্তমানে ১৫টি ঘর নির্মাণাধীন রয়েছে। কাজ সম্পন্ন হলে সেগুলোও শিগগিরই হস্তান্তর করা হবে।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ হেল কাফী, জনস্বাস্হ্য প্রকৌশলী কামরুল হাসান, বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু ও বিভিন্ন সাংবাদিক বিন্দ।