শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসুস্থ সাংবাদিক লিটন মাহমুদকে দেখতে মুন্সীগঞ্জ এলেন সোনিয়া দেওয়ান প্রীতি জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম 

শিক্ষার্থীদের পরিক্ষায় বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এস এম জীবন রায়হান, শরীয়ত প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

 

এস এম জীবন রায়হান, শরীয়ত প্রতিনিধিঃ

শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর-ইছাপাশা গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে, যা এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশকেও অশান্ত করে তোলে। সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং  ৬৪ নং সুরেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  ইছাপাশা ও পশ্চিম সুরেশ্বরের শিক্ষার্থীরা এই ঘটনার শিকার হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা দেওয়া, তাদের ওপর শারীরিক হামলা এবং ইভটিজিংয়ের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি, এবং পরীক্ষার নির্ধারিত সময়ও শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক এবং ইছাপাশা ও পশ্চিম সুরেশ্বর গ্রামের সর্বস্তরের জনগণ একটি মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তারা জানান, এ ধরনের সহিংসতা এবং অপ্রীতিকর আচরণ শুধু শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক প্রভাব ফেলছে না, এটি শিক্ষার পরিবেশকেও চরমভাবে ব্যাহত করছে। তবে সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে তিনি জানান, যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। মানববন্ধনে উপস্থিত জনগণ প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে না। পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার এবং ইভটিজিংসহ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। স্থানীয়রা আরও জানান, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ অস্থিতিশীল করা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সুরক্ষিত রাখতে হবে। সুরেশ্বর-ইছাপাশায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে প্রশাসনের দিক থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখন সময়ের অপেক্ষা।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।