সময়ের সংলাপঃ-
ভুল পথে মন করেছি গমন
হতাশ হয়ে খুঁজি সমাধান,
সঠিক পথে ফিরে আসতে
ডাকছে মাহে রমাদান।
সকল কুপ্রবৃত্তি হবে ইতি
সুসময় ধর স্রষ্টার পথ,
সারা ভুবন বইছে পবন
লক্ষ কোটি নেয়ামত।
আর পাবিনে এমন দিনে
পাপ মোচনের সন্ধিক্ষন,
অনুশোচনায় রবের শানে
রমাদানে করি দ্রুত পণ।
তওবা করি জীবন গড়ি
পবিত্র কুরআন সৃষ্টির মাসে,
রোজা রাখি নামাজ পড়ি
মুক্তি মিলবে অনায়াসে।