আলী আজীম,মোংলা (বাগেরহাট):
নারীদের শীর্ষ সংগঠন মোংলা নারী উদ্যোক্তা এর আয়োজনে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল ৪ টায় মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে মোংলা নারী উদ্যোক্তার সভাপতি ও সংরক্ষিত কাউন্সিলর মিসেস শিউলি আকন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র জাহানারা হোসেন চানু।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটি ঢাকা বিভাগীয় সভাপতি সাবরিনা নিম্মি, ঢাকা বিভাগীয় সহ সভাপতি শাহিন আজিজ, ঢাকা বিভাগীয় সহ সভাপতি- কুসুম মিমি, কেন্দ্রীয় কমিটির, সাধারণ সম্পাদক সুমা মন্ডল,ঢাকা বিভাগীয় কমিটি সদস্য সুলতানা মেহের, ফারজানা ইসলাম,সেক্রেটারি এ্যাসোসিয়েশন অব বিউটি সেলুন ওনার, মাসুদ খান, মেকাপ আটিষ্ট ও বিউটি পার্লার ওনার, নারী উদ্যোক্তার সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।