বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১ নামে বেনামে সম্পত্তিসহ কোটি টাকার মালিক শিক্ষা নির্বাহী প্রকৌশলী আবু তাহের পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে সচেতনতার জন্য সমন্বয় সভা দক্ষিণ জেলা বিএনপি পদ ফিরে পাওয়ায় দোয়া মাহফিল গভীর রাতে শীতার্তদের মাঝে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর শীতবস্ত্র বিতরণ ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিল সহ অটোরিকশা চালক গ্রেফতার ফুলবাড়ীতে আ’লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার গাজীপুর মহানগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন উদযাপন গাজীপুর মহানগরের বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন জিএমপি’র মাননীয় পুলিশ কমিশনার

শোক দিবসে জাতীয় পতাকা অবমাননা করায় প্রধান শিক্ষককে শোকজ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৪৯ বার পঠিত

শোক দিবসে জাতীয় পতাকা অবমাননা করায় প্রধান শিক্ষককে শোকজ

জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় শোক দিবসে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে সর্বোচ্চ চূড়ায় উত্তোলন করে জাতীয় পতাকার অবমাননা করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বাদশাকে তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশিকুর রহমান।

এরআগে, রোববার (২১ আগস্ট) উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম হারুন-উর-রশিদ স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ মধ্য সাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেওয়া হয়।

এতে বলা হয়, গত ১৬ আগস্ট বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও আপনার বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত না করেই উত্তোলন করেছেন। যা জাতীয় পতাকা আইনে দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না তার জবাব আগামী তিন কর্মদিবসের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে লিখিতভাবে দাখিল করার জন্য বলা হলো।

এব্যাপারে মধ্য সাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বাদশা বলেন, ‘একটা মিটিং এ আছি। পরে কথা বলবো।’

এবিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, ‘জাতীয় শোক দিবসে জাতীয় পতাকার অবমাননা করার সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।