আব্দুল আলিমঃ শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ
শ্যামনগরে বেশি দামে সার বিক্রির অপরাধে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর সাড়ে বারটায় উপজেলার বংশীপুর বাজারে মেসার্স কৃষি বিপণীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম জানান, এক কৃষকের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয় করে বংশীপুর বাজারের বিসিআইসির সার ডিলার। ওই কৃষকের বেশি দামে সার কেনার ভিডিও বার্তা ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় ডিলারের দোকান মেসার্স কৃষি বিপণীতে। পরে অভিযোগের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, বেশি দামে সার বিক্রি করায় বংশীপুর বাজারের মেসার্স কৃষি বিপনির মালিক মাহবুবুর রহমানকে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেউ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।