মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আব্দুল আলিম, শ্যামনগরঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২০১ বার পঠিত

 

আব্দুল আলিম, শ্যামনগরঃ

সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন ও রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক এবং রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় শিক্ষার্থীদের ইংরেজি, গণিত, আইসিটি ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক এম এম আব্দুল্লাহ আল মামুন ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ।

অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়কে অল্প ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয় রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ। আইসিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এবং ইংরেজি ও গণিতে প্রথম স্থান অধিকার করে ত্রিপানি বিদ্যাপীঠ। উল্লেখ্য রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে ভাব বাংলাদেশ শ্যামনগরে ৫টি স্কুলের ১৫ জন ইংরেজি ও ২৫ জন গণিত শিক্ষককে আইসিটিতে প্রশিক্ষণ দিয়েছে। ৫টি বিদ্যালয়ে কমিউনিটি অ্যাওয়ারনেস এনগেজমেন্ট প্রোগ্রাম, দক্ষতা ভিত্তিক শিক্ষা পদ্ধতিতে পাঠদানের উপর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে কর্মশালা, বিদ্যালয় উন্নয়ন কর্মশালা করেছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।