শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী মুন্সীগঞ্জে গজরিয়ায় আগুনে পুড়ে ছাই মেঘনা ভিলেজের মুদি দোকান নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু কালিগঞ্জে রোমানিয়া প্রবাসীর অফিসে হামলা চালিয়েছে দুবৃত্তরা সুইজারল্যান্ডে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুরিখ বিএনপির প্রস্ততি সভা মুন্সীগঞ্জে মরহুম গোলাম মোস্তফা ওরফে (মেঘু মোল্লা)র ৩০ তম মৃত্যুবার্ষিকীতে ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা

শ্যামনগর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রহমান পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন

জি এম রাজু আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩২২ বার পঠিত

 

জি এম রাজু আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহৎ শ্যামনগর উপজেলা সহ সারাদেশের মুমিন মুসলমানগণ’কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শেখ আব্দুর রহমান ।
সাবেক শ্যামনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক  ও সাবেক সদর যুবলীগের আহবায়ক  ছিলেন শেখ আব্দুর রহমান ।

বর্তমানে তিনি শ্যামনগর উপজেলা পরিষদের ভাইরাস চেয়ারম্যান প্রার্থী ।

শুভেচ্ছাবানিতে তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির বিরাট একটি সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা ও করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন।

শেখ আব্দুর রহমান আরও বলেন,
হজরত রাসুলে কারিম (সাঃ) শাবান মাসেও অনেক বেশি ইবাদত করতেন আর রমজান ছাড়াও প্রতি মাসে নফল রোজা রাখতেন আর বিশেষ করে রজব মাসে।

শেখ আব্দুর রহমান বলেন, হাদিস থেকে জানা যায়, যখন রজব মাস শুরু হত, তখন মহানবী (সাঃ) দুই হাত তুলে দোয়া পাঠ করতেন এবং সাহাবাদের পড়তে বলতেন, ‘((আল্লাহুম্মা বারিক লানা ফি রজবাও ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরির রমাদান))। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও।

হযরত সালমান ফারসি (রাঃ) থেকে বর্ণিত হয়েছে- হজরত রাসূল পাক (সাঃ) বলেছেন, হে সালমান এমন কোনো মুমিন পুরুষ বা মুমিনা স্ত্রীলোক কি নেই যে, এ মাসের প্রথম তারিখে মাগরিব ও এশার ওয়াক্তের মধ্যবর্তী সময় ৪০ রাকাত (অন্যত্র ২০ রাকাত উল্লেখ আছে) নামাজ পড়বে; তা পড়ার নিয়ম হলো, প্রত্যেক রাকাতে সূরা ফাতেহার পর তিনবার সূরা ইখলাছ, তিনবার সূরা কাফেরুন পড়বে, এতে আল্লাহতায়ালা ওই বান্দার সব গুনাহ মাফ করে দেবেন। আর আল্লাহতায়ালা তাকে কেয়ামতের দিন শহীদের দলের সঙ্গে উঠাবেন এবং আল্লাহ তায়ালা তাকে বড় আবেদ হিসেবে গণ্য করবেন। আর সে যেন এক বছর নহে, একশ’বছর ধরে ইবাদত-বন্দেগি করেছে এবং আল্লাহ তায়ালা ওই ব্যক্তিকে জান্নাতে হাজারো মর্যাদা দান করবেন।

শ্যামনগর উপজেলা পরিষদের ভাইরাস চেয়ারম্যান প্রার্থী, শেখ আব্দুর রহমান আরও বলেন, আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ও সমাজ জীবনে প্রতিফলনের মুসলিম উম্মাহর সকলকে আহ্বান জানাই। পাশপাশি আমরা অসহায় গরিব দুঃখী মানুষের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী যেন সহযোগীতার হাত বাড়িয়ে দিতে পারি। আমি পবিত্র মাহে রমজানে শ্যামনগর উপজেলা সহ দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। আল্লাহ্‌  তা’য়ালা যেন আমাদের সকলকে ৩০ টি রোজা রাখার তৌফিক ও রমজানের মহিমায় মহিমান্বিত করেন, (আমীন) সেই সাথে সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান । শেখ আব্দুর রহমান শ্যামনগর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।