শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

শ্যামনগর গাবুরায় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি:

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরেক জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, গাবুরা ইউনিয়নের পার্শ্ববর্তী কয়রা উপজেলার দ‌ক্ষিণ‌ বেদকাশি ইউনিয়নের ঘ‌ড়িলাল গ্রামের মোহাম্মাদ গাজীর ছেলে এনা‌য়েত আলী (৪৫) এবং একই গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (১১)। বৃহস্পতিবার (২০জুন) বেলা সাড়ে বারোটা দিকে এ ঘটনা ঘটে।

গাবুরা স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মপুকুর ইউনিয়নের গড়পদ্মপুকুর এলাকায় আত্মীয়র বাড়িতে এসেছেন। সেখান থেকে বাড়ি যাওয়ার সময় গাবুরা ইউনিয়নের পা‌র্শ্বেমারী খেয়াঘাট হয়ে কয়রায় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। গাবুরার গাগড়ামারী ও নেবুবু‌নিয়া ৩নং এলাকার মাঝামা‌ঝি পৌঁছালে বৃষ্টি শুরু হয়। সে সময় তারা সেখানের একটি মৎস্য ঘেরের বাসায় আশ্রয় নিলে হঠাৎ বজ্রপাতে এনা‌য়েত ও নাজমুল ঘটনাস্থলেই মারা যায়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ছাড়া নিহত নাজমু‌লের দাদা মুছা গাজীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এছাড়াও খবর পেয়ে নিহতদের স্বজনেরা তাঁদের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি.এম মাসুদুল আলম বলেন, বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় নিহত শিশুটির দাদা মুছা গাজীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।