আল-হুদা মালী সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন থেকে প্রায় ৫০ হাজার বাগদা ও রেনু চিংড়ির পোনা উদ্ধার করা হয়েছে, মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (১৩ই জুলাই) সকাল ১০টার সময় মুন্সীগঞ্জ পেট্রোলপাম্প সংলগ্নে মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে এসব বাগদার চিংড়ি পোনা জব্দ করেন।
মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ, এস, আই মোঃ সেলিম মিয়া নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, নৌ পুলিশ সদস্য সাগর হোসেন,লিয়ন হোসেন মুন্সীগঞ্জ এলাকা থেকে আনুমানিক প্রায় ৫০ হাজার বাগদা ও রেনু চিংড়ি পোনা উদ্ধার করে। উদ্ধারকৃত পোনা গুলো শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বেলা ১ টার সময় ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে মুন্সীগঞ্জ চুনা নদীতে পোনা গুলো অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, মুন্সীগঞ্জ নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।
শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান জানান, উপকূলীয় এলাকায় বাগদা, ও গলদা চিংড়ি পোনাসহ অন্যান্য মাছের পোনা আহরণ নিষিদ্ধ থাকলেও সাতক্ষীরার শ্যামনগর উপজেলা এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল চিংড়ি পোনা আহরণ। আইন বা নীতিমালাকে উপেক্ষা করে মুনাফালোভী কিছু ব্যবসায়ীদের সাথে জোগসাজশে শতাধিক জেলে আহরণ করছে বাগদা ও গলদা চিংড়ির রেনু ও পোনা। আজ মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এ,এস,আই সেলিমের অভিযানে মুন্সিগঞ্জ থেকে প্রায় ৫০ হাজার বাগদা চিংড়ি জব্দ করেন। পরে ভ্রাম্যমান আদালতে রাব্বুলকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে- ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে তা নগদে প্রদান করায় তাকে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে উদ্ধারকৃত বাগদার পোনা গুলো মুন্সীগঞ্জ চুনা নদীতে অবমুক্ত করছেন।