মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হ‌লেন আলহাজ্ব জগলুল হাওলাদার ভুতু ।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৩২ বার পঠিত

মোঃ‌ লিটন মাহমুদ,মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জগলুল হালদার ভুতু গতকাল ১৭ই আগষ্ট রোজ সোমবার বিকাল ৩.৩০ মিনিটে শ্যামলীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

মৃত‌্যু কা‌লে তার বয়স হ‌য়ে‌ছি‌লো ৭২ বসর ।

রাজনী‌তি জীব‌নে তিনি ১৯৮৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ।

জগলুল হালদার ভুতু ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ১২ হাজার ৯৮৮ ভোটের ব্যবধানে টঙ্গীবাড়ী উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি প্রথম টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৭৭ সালে তিনি টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ।

তিনি মৃত্যুকালে স্ত্রী,দুই‌ছে‌লে ,দুই মে‌য়ে সহ অত্নীয়স্বজন ,অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন টঙ্গীবাড়ি উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব জগলুহাল হাওলাদার ভুতু সাহেবের প্রথম নামাজে সময় ৯ টায় দিঘীরপাড় হাই স্কুল মাঠে দ্বিতীয় নামাজের জানাজা সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় সকাল ১০ টায় এবং তৃতীয় নামা‌জের জানাজা হাসাইল বানাড়ী স্কুলে মা‌ঠে অনুষ্ট‌িত হয় । তৃতীয় নামা‌জের জানাজা শে‌ষে তা‌কে কামাড়খাড়া ইউ‌নিয়‌নের বেসনাল কবর স্হা‌নের মহুর‌মের লাশ দাফন করা হয়।টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জগলুল হালদার ভুতু মৃত‌্যু‌তে মুন্সীগঞ্জ জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান বীরমুক্ত‌ি‌যোদ্বার ও জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ম‌হিউদ্দি‌ন আহম্ম‌েদ ,জেলাআওয়মী লী‌গের সাধারন সন্পাদক লুৎফর আহম্ম‌েদ ,মুন্সীগঞ্জ ৩ তিন আসনের সংসদ সদস‌্য মৃনাল কা‌ন্তি দাস ,মুন্সীগঞ্জ ২আস‌নের সংসদ সেগুফতা ইয়াস‌মিন এ‌মি‌লি ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।