দীর্ঘ ১০ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শ্রীনগর উপজেলা স্টেডিয়াম মাঠে। শনিবার দুপুর সাড়ে ১২টায় জতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। তবে সকাল থেকেই আগেভাগেই চলে আসতে দেখা যায় নেতাকর্মীদের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবছর তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত ও শুশৃংখলভাবে দলকে গড়ে তোলার উদ্দেশ্যে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুন্সীগঞ্জ -৩ আসনের সাংসদ সদস্য এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট সানজিদা খানম সম্মেলনে উপস্থিত ছিলেন। কাউন্সিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। গত ২০১২ সালের ২২ডিসেম্বর সব শেষ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।