বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আরগাও বিএনপি’র কমিটি গঠন; খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি

সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোংলায় প্রতিবাদসভা

আলী আজীম, মোংলা (বাগেরহাট):
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৩১ বার পঠিত

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

বানিশান্তা বাজারে ওঠানামাকে কেন্দ্র করে স্থানীয় ট্রলার মাঝিদের দ্বারা ভারতগামী এম ভি লানিকা জাহাজের মাষ্টার মোঃ সোহাগ ফরাজি ও শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবিতে সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন মোংলা শাখা সহ-সভাপতি মনিরুজ্জামান মনজু (মাষ্টার) এর সভাপতিত্বে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন, বাংলাদেশ জাহাজী শ্রমিক সংঘ, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মোংলা শ্রম কল্যান রোডস্থ মোংলা লঞ্চ লেবার এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি বাহারুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে নৌযান শ্রমিকের ভুমিকা অপরিসীম। নৌডান শ্রমিকগন স্বভাবতই প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে মালামাল দায়িত্বের সাথে গন্তব্যে পৌছানোর সেবা দিয়া থাকে। এটাই তার কর্ম। কিন্তু আজ (৪ মার্চ) শনিবার স্বার্থান্বেশী মহলের কু চক্রান্তের চিহৃত সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয় ভারতগামী এম ভি লানিকা জাহাজের মাষ্টার মোঃ সোহাগ ফরাজি ও শ্রমিকরা। বানিশান্তায় বাজারিদের হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে এই নৌজান শ্রমিক। শ্রমিকরা আমার ভাই। শ্রমিকগন চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।

প্রতিবাদ সভায় বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন লানিকা জাহাজের মাষ্টার মোঃ সোহাগ ফরাজি ও তার শ্রমিকদের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে আসামি আইনের আওতায় আনা না হলে সর্বস্তরের শ্রমিকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন মোংলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (মাষ্টার), বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন খুলনা শাখার সভাপতি মোঃ হাসান মুন্সি, শ্রমিক নেতা মাঈনুল হোসেন মিন্টু প্রমুখ।

উল্লেখ্য, মোংলা বন্দরে নোঙ্গর করে থাকা কার্গো, লাইটার জাহাজের স্টাফরা প্রতিনিয়ত বাজারের জন্য বানিশান্তা বাজারে যান। কিন্তু দ্রব্যমুল্যের অতিরিক্ত দাম নেওয়ায় বাজারিদের নিকট লাঞ্ছিত হচ্ছে নৌজান শ্রমিককেরা। মাছ, মাংস, সবজি থেকে শুরু করে প্রতিনিয়ত ঔষদের মূল্যও বৃদ্ধি করেছে তারা। জানতে চাইলে তাদের নিকট লাঞ্ছিত হচ্ছে নৌজান শ্রমিকরা। আজ শনিবার (৪ মার্চ) সকালে ভারতগামী এম ভি লানিকা জাহাজের শ্রমিকরা বানিশান্তা বাজারে ওঠানামাকে কেন্দ্র করে স্থানীয় ট্রলার মাঝিদের কাছে মারধরের স্বীকার হন লানিকা জাহাজের মাষ্টার মোঃ সোহাগ ফরাজিসহ জাহাজের শ্রমিকরা।

 

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।