বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হল্যান্ডের ড্যানিসপো বীজ আলুর গাছ পরিদর্শনে ইউএনও মুন্সীগঞ্জ জাপার আহ্বায়ক কমিটির অনুমোদন । বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেনকে আহ্বায়ক ও এএফএম আরিফুজ্জামান দিদারকে সদস্য সচিব । মুন্সীগঞ্জে সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট, আহত ৬   চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল বরখাস্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মুফতি সাহাদাৎ হোসেন লস্করপুরী সেক্রেটারি রফিকুল ইসলাম বাদল নির্বাচিত । ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি গঠন সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পাচ্ছেন যাঁরা সাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উইনরক ইন্টারন্যাশন্যালের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর যশোরে দুই দিনব্যাপী আশ্বাস প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

সবাই মিলে নতুন করে দেশটা গড়ে তুলবো: জেলা প্রশাসক ফরিদপুর

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন। আপনার সন্তানকে পার্শ্ববর্তী স্কুলে পাঠান। তারা লেখাপড়া করে আমাদের মত অফিসার হতে পারবে, দেশের উন্নয়নে আত্মনিয়োগ করবে। সবাই মিলে নতুন করে দেশটা গড়ে তুলবো। ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা মাল্টিপারপাস হল রুমে সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আশ্রয়ণ-২ প্রকল্পে উপকারভোগীদের পেশাভিত্তিক প্রশিক্ষণের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন,ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

তিনি আরও বলেন, আপনাদেরকে ১০ দিনের পেশা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। আপনারা এই প্রশিক্ষণ শেষে নিজে নিজে স্বাবলম্বী হিসেবে বিভিন্ন পেশায় আত্মনিয়োগ করবেন। আপনারা সবাই আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিয়মিত বসবাস করবেন। যদি কেউ ঘরে না থাকে তাহলে তার ঘরের বরাদ্দ বাতিল করা হবে। আপনাদের যেকোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে সব সময় আছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তন্ময় ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ শাহরিয়ার জামান সাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি।

শুভ উদ্বোধন শেষে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সুখ দুঃখের কথা শোনেন। জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এরপর ভূমি অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।