মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃয়
৫ নভেম্বর অনুষ্ঠিতব্য গণসমাবেশে বাধা বিপত্তি ও হয়রানির মাধ্যমে অশান্তি সৃষ্টি করা হলে বরিশাল বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
সারা দেশে ধরপাকড়,মিথ্যা মামলা, গ্রেফতার,জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো,পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মনিরুজ্জামান খান ফারুক আরও বলেন, এই সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। তাই আজ দেশের মানুষ এই সরকারকে এক মুহূর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। এর অংশ হিসেবে সারা দেশে সরকার পতনের গণজোয়ার শুরু হয়েছে। সরকার পালানোর পথ খুঁজে পাচ্ছে না বলেই প্রশাসনের কর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে নিজেদের রক্ষার ব্যর্থ চেষ্টা করছে। তাই নিজেদের (সরকার) রক্ষায় দেশবাসীর দাবি অনুযায়ী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিনের আলোয় ভোটের লড়াইয়ে আসুন। এ সময় অনুষ্ঠিতব্য গণসমাবেশ জনসমুদ্রে পরিণত করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় বক্তৃতা দেন,মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, মহানগর শ্রমিকদলের আহবায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা তিথি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু এবং মহানগর যুবদলের সভাপতি আখতারুজ্জামান শামীম প্রমুখ।
সমাবেশের আগে নেতাকর্মীরা মহানগরীর ৩০টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।এ সময় নিরাপত্তা নিশ্চিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কয়েকটি দল দায়িত্ব পালন করেছে।