মেহেদি হাসান নয়ন,বাগেরহাট থেকেঃ
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও কর্মসূচি পালিত হয়েছে।
১৭ই জুন শনিবার সাকাল ১১ টায় দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে নৃশংস হত্যাকান্ডে সাথে জড়িতদের ফাঁসি দেওয়ার দাবিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অর্ধ শতাধিক সাংবাদিকরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এসময়ে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সাধারণ শেখ আজমল হোসেন,বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও ৭১ টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী,বাগেরহাট টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক,যমুনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ইয়ামিন আলী, বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এন টিভির জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম,বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বাংলা নিউজ এর জেলা প্রতিনিধি এসএস শোহান, বাগেরহাট প্রেসক্লাবের সদস্য,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল 24 এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম,প্রেসক্লাবের সদস্য ও এটি এন বাংলা,এটি এন নিউজের জেলা প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু সহ আরো অনেকে।