স্টাফ রিপোর্টার, সুদর্শন চক্রবর্ত্তীঃ
বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক কে এম রুবেল ইন্তেকাল করেছেন।
জানা যায়, তিনি শুক্রবার রাত ১২ টার দিকে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।
মরহুম কে এম রুবেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান মোঃ আলিমুজ্জামান, বিপিএম-সেবা, পুলিশ সুপার, ফরিদপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।