মুন্নি আক্তার, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার দুপুরে সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তালেব মন্ডল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। কাল বৃহস্পতিবার এওচিয়া ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও প্রতিদ্বন্দ্বী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ জুন এওচিয়া ইউপি নির্বাচন হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন মোহাম্মদ আবু ছালেহ।
ওই সময় এওচিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও এলডিপি নেতা মাহমুদুল হক চৌধুরীর বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সাজা ও অর্থদণ্ডের আদেশ থাকায় নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করে। বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আবু ছালেহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছিলেন। ওই পরিস্থিতিতে ২ জুন বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম তাঁকে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন জোরপূর্বক মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করেছেন বলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন।