সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায় পরায়ণতা, দাঁড়াবো সকলেই, অধিকার সকলের সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিত,মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে মানবাধিকার বিষয় আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ।
এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অফস) মোঃ আতিকুল ইসলাম, সিনিয়র সহকারী জর্জ মনিরুল ইসলাম,
যুব উন্নয়ন কর্মকর্তা আশিশ কুমার মন্ডল, সুশীলনের সহকারি পরিচালক মনিরুজ্জামান, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তে সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হওয়ার পর মুখ খুলতে পারছে না। আদালতে যেয়েও তারা ন্যয় বিচার পাচ্ছেন না। জলবায়ু পরিবর্তণজনিত কারণে সৃষ্ট অভিঘাতে প্রাকৃতিক দুর্যোগে উপকুলীয় অঞ্চলের মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। মহামারী করোনা ভাইরাসের কারণে বাল্য বিবাহ বেড়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ বিশেষ ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছে। সবশেষে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষায় ছয় দফা দাবির সুপারিশ করা হয়।