সোহারাফ হোসেন সৌরাভ,সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিস্ট হয়ে ভাটা শ্রমিক ও স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ভাটা শ্রমিক। মঙ্গলবার বিকেল ৩টার দিকে দক্ষিণ দেবনগর মোড়ে আব্দুর রকিবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার নলকুড়া গ্রামের আবুল কালামের ছেলে ফয়সাল আহমেদ (২৮) ও মথুরাপুর গ্রামের মুজিবর সরদারের ছেলে সজীব হোসেন (১৪)। সজীব হোসেন স্থানীয় লাবসা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আহতরা হলেন,সদর উপজেলার লাবসা গ্রামের হযরত আলী ও আব্দুস সবুর।
উত্তর দেবনগর গ্রামের ভাটা শ্রমিক আকবর আলী জানান, মঙ্গলবার দুপুরে তার মামাত ভাই ভাটা শ্রমিক ফয়সাল আহম্মেদ বিনেরপোতায় শওকতের ইটভাটায় কাজ শেষে অপর দুই সহকর্মীকে নিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের ভ্যানের পিছনে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল স্কুল ছাত্র সজীব হোসেন। তারা দেবনগর মোড় পার হওয়ার সময় বিনেরপোতাগামি একটি দ্রুতগামি খালি ট্রাক (সাতক্ষীরা -ট-১১-০৬৭২) ভ্যান ও সাইকেল আরোহী সজীবকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন ফয়সাল আহমেদ। আহত হন হযরত আলী,আব্দুস সবুর ও স্কুল ছাত্র সবুজ হোসেন।
ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানার এসআই দেবকুমার জানান, দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রাক খাদ থেকে টেনে তোলে। এর আগেই স্থানীয়রা আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই বিকেল ৪টার দিকে সজীবের মৃত্যু হয়।
দেবকুমার আরও জানান,ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাকটির চালক পালিয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।