সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় আ.লীগ নেতা আনসার আলীকে দুই কেজি গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ। রোববার (১২ মার্চ) কলারোয়া উপজেলার হেলাতলা মাঠপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক আনসার আলী (৫০) হেলাতলা ইউনিয়নের কোঠাবাড়ি গ্রামের মৃত. ফজের আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান জানান, আনসার আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। মাদক বিকিকিনি হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। অভিযানকালে আনসার আলীর নিকট থেকে দুই কেজি গাজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ইউপি নির্বাচনে ২০১৬ ও ২০২১ সালে আমার বিপক্ষে আনসার আলী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে পরাজিত হয়েছিলেন।
কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.লীগ নেতা আমিনুর রহমান লাল্টু বলেন, আনসার আলী উপজেলা আ.লীগের পূর্বের কমিটির কার্যকরি সদস্য পদে ছিলেন। বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় কোন পদে নেই তিনি। তবে নৌকা প্রতিক নিয়ে দুইবার হেলাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।