রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সমন্বয়ককে জীবননাশের হুমকি, আ.লীগ-জাপার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মসজিদ মন্দির গির্জা দখলে নিতে চাইলে তাৎক্ষণাৎ হেফাজতে ইসলাম রক্ষে দাড়াবে~ মাওলানা নাসির উদ্দীন মুনির  অনুগল্প “পরোপকার”লেখক আশিকুর সরকার (রাব্বি) ফুলছড়িতে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে সমালোচনা না করলে নতুন ফ্যাসিস্টের জন্ম হবে: সারজিস আলম চট্টগ্রামের উপজেলা ও পৌরসভা পেল ৭ কোটি ৩০ লাখ টাকা ফুলবাড়ীতে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত আহত-৩ চিতলমারীতে মধুমতি নদী থেকে জুয়াড়ী ব্যক্তির মরদেহ উদ্ধার  বোয়ালখালীতে চার  ব্যবসায়ী জরিমানা ভিন্ন আয়োজনে মানবতার কল্যাণে আমরা সংগঠন এর ৫ম বর্ষপূর্তি উদযাপন 

সাতক্ষীরায় বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৩ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ 

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনিদের্শনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েব মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেউ যদি দুষ্টুমি বা কারো প্রতি অন্যায় করে সেই জায়গাটাতে তাকে অস্বীকার না করে তাদেরকে বোঝাবেন, না বুঝলে আমাদের জানান। আমরা ব্যবস্থা নেব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশে বিএনপি’র কেউ কোনো অন্যায় করে পার পাবেনা। দেশনায়ক তারেক রহমানের সাথে আমরা কাজ করি। উনার যে মেধা, উনার যে বুদ্ধিমত্তা, মানুষের প্রতি রাজ্যে মনোভাব অত্যন্ত পজেটিভ।

দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। সে কারণে মানুষের কাছে তারেক রহমানকে শ্রদ্ধার আসনেই রাখতে হবে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, ফ্যাসিবাদী যে রাষ্ট্র কায়েম হয়েছিল, সেই হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাগুলো মাঠপর্যায়ে শক্তিশালীভাবে যারা কাজ করেছে তাদের সঙ্গে আলোচনা করেছি।

কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম-সম্পাদক রফিকুল হাসান পলাশ অয়ন, ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, কেন্দ্রীয় নেতা মামুন হাসেমী দিপু প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের একমাত্র দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আপনাদের মধ্যে যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ থাকে আপনাদের মনে করিয়ে দিতে চাই ফখরুদ্দিন-মইনুদ্দিনের কি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার চাইছে দ্রুত নির্বাচিত দেওয়ার দাবি জানাই।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।