আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টরঃ
সাতক্ষীরায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ ই মে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্প কলা একাডেমিতে
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন ‘ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল আমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, এনডিসি বাপ্পী দত্ত, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র শিক্ষাবিদ আব্দুল হামিদ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।