সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শাপলা কুড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৫ মার্চ) সকাল ১০টায় শাপলা কুড়ি বিদ্যানিকেতনের আয়োজনে শহরের মধুমাল্লারডাঙ্গী পাওয়ার হাউজ পুকুর এলাকার মাঠে শাপলা কুড়ি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান মো. নুরুল হক, শিক্ষাবিদ সুকৃতি রায়।
শাপলা কুড়ি বিদ্যানিকেতনের কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশ গ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শাপলা কুড়ি বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক রেশমা খাতুন।