শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ  ‎ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের নলতায় কৃষকদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে পবিত্র কুরআনের সবক ও পুরস্কার বিতরণী । ‎ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর জেলা কমিটি অনুমোদন মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড কালিগঞ্জের মৌতলায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ আরোহী নিহত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার বিনের পোতায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ আরোহী নিহত।

বৃহষ্পতিবার (৭ নভেম্বর) ভোর ৫ টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়ক হাইওয়ের সাতক্ষীরার বিনেরপোতা মেঘনা মোড়ের অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর (বর্তমান মাধবকাটি) গ্রামের আকবর গাজীর ছেলে ভাড়ায় চালিত মটর সাইকেল চালক আরিজুল গাজী (২৮) যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুযা গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর উপজেলার মাধককাটিবাসীরা জানান, আজিজুর রহমান কয়েক বছর যাবৎ শ্বশুর বাড়িতে থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বৃহষ্পতিবার ভোরে সে তালা উপাজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে মটর সাইকেলে (সাতক্ষীরা-হ-১৬-৭০৯০, প্লাটিনা) তালায় যাচ্ছিল।

পথিমধ্যে ভোর ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা হাইওয়ে এর সাতক্ষীরার বিনেরপোতার নিকটবর্তী মেঘনা মোড়ে অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে সাতক্ষীরাগামি একটি মাটিবহনকারি ট্রাক (ইসিআর) আজিজুরের মটর সাইকেলের সামনে ধাক্কা মারে। এতে মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আজিজুর ও দুই যাত্রী।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মীর মাহফুজ জানান, সকাল ৬টার দিকে আব্দুস সালাম ও পরে অপর লাশ দুটি আনা হয়।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার জানান, ফায়ার সিভিল ডিফেন্সের সদস্য ও পুলিশ ওই তিন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।