আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে ১লক্ষ ৮০হাজার টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন। চেক বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আক্তারুজ্জামান ও সাতক্ষীরা সদর হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ ।
এ সময় সাতক্ষীরা জেলা থেকে আগত শতশত ইমাম মুয়াজ্জিনের মধ্য হতে ২০২৩-২০২৪ অর্থ বছরে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় ৯জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়।