মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  বজ্রযোগিনী প্রক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম এর উপলক্ষে বৃত্তি প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় মাটিবহনকারি ড্রাম ট্রাক্টর ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত, আহত-১

সোহারাফ হোসেন সৌরাভ সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ বার পঠিত

 

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধিঃ

মাটিবহনকারি ড্রাম ট্রাক্টর ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য ইমরান হোসেনের মৃত্যু হয়েছে, (ইন্না…..রাজিউন)। এ সময় আহত হয়েছেন মটর সাইকেলের আরোহী নয়ন। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার শঙ্করপুর সাঠপাড়ার লিয়াকত আলীর দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত নয়নকে (৩৫) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইমরান হোসেন কলারোয়া উপজেলার শঙ্করপুর গ্রামের মোনায়েম সানার ছেলে ও রাঙামাটি জেলার সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহত নয়ন একই গ্রামের রহিম বক্সের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন ইমরান। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার নয়নকে নিয়ে সুজুকি জিস্কার মোটর সাইকেলে ব্যক্তিগত কাজে বের হলে শঙ্করকাটি মাঠপাড়ার লিয়াকতের দোকানের সামনে ইমরানের মটর সাইকেলের সঙ্গে মাটিবহনকারি ড্রাম ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক জখম ইমরান (কং নং- ১২০৯) ও নয়ম জখম হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত বলে ঘোষণা করেন। মুমুর্ষ অবস্থায় নয়নকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক্টরের চালককে আটকের চেষ্টা চলছে। ইমরানের লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।