সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের কালিকাপুর এলাকা থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র্যাব। সোমবার রাতে কালিকাপুর গ্রামের একটি রাস্তার পাশে পড়ে থাকা প্লাষ্টিকের ব্যাগ থেকে এসব ককটেলগুলো উদ্ধার করা হয়। উদ্ভারের পরপরই ককটেলগুলো নিস্ক্রিয় করা হয়।
র্যাব,সাতক্ষীরার কোম্পানী কমান্ডার নাজমুল হুদা জানান, গোপন সংবাদে জানা যায়, কালিকাপুর গ্রামের একটি রাস্তার পাশে প্লাষ্টিকের ব্যাগে বোমাসদৃশ কিছু জিনিস পড়ে আছে,এমন সংবাদে র্যাবের একটি আভিযানিক দল সেগুলো উদ্ধার করে। পরে দেখা যায়, প্লাস্টিকের ব্যাগে ১৮টি তাজা ককটেল রয়েছে। ঘটনাস্থলেই বোমাগুলো নিস্ক্রিয় করা হয়। পরে সংবাদ দিয়ে র্যাব-৬ এর অভিজ্ঞ বোমা ডিসপোজাল টিমকে আনা হয়। তারা সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা এলাকার ফাঁকা জায়গায় ককটেলগুলোর বিস্ফোরণ ঘটান।
কমান্ডার নাজমুল হুদা আরও জানান, ককটেলগুলো খুবই শক্তিশালী, যা বিস্ফোরিত হলে জানমালের ব্যাপক ক্ষতি হতো। নাশকতার কাজে ব্যবহারের জন্য এসব ককটেল বোম রাখা হয়েছিল বলে অনুমান করেন তিনি।