বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

সাতক্ষীরার কা‌লিগ‌ঞ্জে আদি যমুনা নদী খন‌নে দুর্নীতি ও অনিয়ম ব‌ন্ধে মানবন্ধন অনু‌ষ্ঠিত।   

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪৮ বার পঠিত

শিমুল হোসেন,তাপস ঘোষ,নিজস্ব প্রতিবেদক।

সম্মিলিত সামাজিক আন্দোলন কালিগঞ্জ শাখার আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ টু শ্যামনগর রো‌ডের মৌতলা বাসস্ট‌্যান্ড সংলগ্ন যমুনা নদীর প‌শ্চিম পা‌ড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতি‌ত্বে এ‌্যাড. হা‌বিব ফেরদৌস শিমুলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি‌তে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন উপজেলা কমিটির উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

তিনি বলেন আদি যমুনা নদীর কালিগঞ্জ অংশে নদী খন‌নে যে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে তা কল্পনাতীত। ২০১০ সালে ৮০ ফুট প্রশস্ত করে নদীটি খনন করা হয়। কিন্তু বর্তমানে ‌সেই যমুনা নদী ৬০ ফুট খনন করে বাকি ২০ ফুট ভরাট করে দেওয়া হচ্ছে। ওয়াবদা ও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের বিষয়টি প্রকাশ্যে এসেছে। ৪৪টি খাল এবং ৪২টি বিল এর সাথে সম্পৃক্ত মানুষের জীবন জীবিকায় এই আঁদি যমুনা নদী ভূমিকা রাখে।

কিন্তু বর্তমা‌নে তা ব‌্যাহত হ‌চ্ছে।তিনি আরো বলেন ভারতের ইছামতি নদীর লবণাক্ততা পানি যমুনা নদী হয়ে মাদার নদী দিয়ে মালঞ্চ নদীতে পড়ে। সেই পানি সুন্দরবনের তথা কালিগঞ্জ শ্যামনগর উপজেলার জীববৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভু‌মিকা রাখে।তিনি বলেন পানি উন্নয়ন বোর্ডের সার্ভে টিম সার্ভে করে ৪ কো‌টি টাকার স্টিমেট দিয়েছে। কিন্তু বর্তমান খন‌নে এক কোটি টাকাও ব্যয় হবে না ব‌লে সংশ্লিষ্ট সকলের ধারণা। এছাড়াও আদি যমুনা নদী খন‌নে কালিগঞ্জ কিংবা শ্যামনগর অংশের কোথাও প্রকল্পের সাইনবোর্ড নেই। এ ছাড়াও তাদের বিরুদ্ধে সামাজিক উন্নয়নকারীদের অভিযোগ যে, তাদের লাগা‌নো গাছ মাটি চাপা দিয়ে মেরে ফেলা হচ্ছে। এলাকায় ক‌তিপয় ভূমির দুস্য সরকারী জায়গা দখল করে উন্নয়ন বাধা গ্রস্থ করছে। তিনি দা‌য়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকল দপ্তরে আহ্বান করে বলেন সম্পৃক্ত অভিযুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এসময় আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।সম্মিলিত সামা‌জিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদ হোসেন। জেলা কমিটির সহ-সভাপতি কালিগঞ্জ ‌প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশেক মে‌হেদি, কালিগঞ্জ স‌ম্মি‌লিত সামা‌জিক আ‌ন্দোলন কমিটির উপ‌দেষ্টা ডি আর এম আইডিয়াল কলেজের অধ‌্যক্ষ আবুল বাশার,বাংলাদেশ সাংবাদিক সমিতি কা‌লিগঞ্জ শাখার সভাপ‌তি শেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী,এ‌্যাডভোকেট শামীম জাহান রুবেল, সংগঠনিক সম্পাদক অনিক মেহেদী,সুমন হো‌সেন প্রমুখ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।