দেবহাটা প্রতিনিধি:
সারাদেশের ন্যায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়।
দেবহাটা প্রান্তে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, এডিশনাল এসপি সজিব খাঁন, কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, গনপূর্তের সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, ইসলামি ফাউন্ডেশনের সাতক্ষীরার উপ-পরিচালক আবুল কালাম আজাদ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন মসজিদের ইমামগন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
দেবহাটা উপজেলায় ৪০ শতাংশ জমির উপরে ১১৮০.০৫ লাখ টাকা খরচে এ মসজিদ নির্মিত হয়েছে।