সোহারাফ হোসেন সৌরাভ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৮০০ (আটশত) পিচ “ট্যাপেন্টাডল ট্যাবলেট” সহ ২ ব্যবসায়ী কে আটক করেছে। আকটকৃত হলেন
১।মোঃ রবিউলইসলাম(৩৮)সাতক্ষীরা জেলার
দেবহাটা,থানা,নাওয়াপাড়া গ্রামের-মৃত আমজাদ সরদার,ছেলে।২।জয় সরকার (২০),সাতক্ষীরা জেলার, -কালিগঞ্জ,থানা,টোনা গ্রামের গনেষ সরকার ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের সূত্র ,সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) দিক নির্দেশনায় মোতাবেক, সাতক্ষীরা পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান এর সার্বিক তত্ত্বাবধানে, এবং সুযোগ্য অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার, তারেক ফয়সাল ইবনে আজিজ নেতৃত্বে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে রবিবার১২/০৮/২০২৩ তারিখ । সন্ধ্যা ৬.২০ মিঃ সময় এসআই (নিঃ) মিঠুন মজুমদার, এএসআই(নিঃ)/ মোঃ জিহাদ আলী, এএসআই(নিঃ)/মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কালিগঞ্জ থানাধীন কালিগঞ্জ টু তারালী মোড়স্থ ঘোষ ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর হইতে ৮০০ পিচ “ট্যাপেন্টাডল ট্যাবলেট” সহ এই ২ আসামি কে গ্রেপ্তার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশের চৌকস টিম।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ সাংবাদিকদের কে জানান, আটকৃত দুইজন চোরা কারবার ও মাদক ব্যবসায়ী।তিনি আরো জানান, গ্রেফতার পূর্বক কালিগঞ্জ থানার মামলা নং-১৩ , তারিখ- ১৩/০৮/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ২৯(ক)এর একটি নিয়মিত মামলা রুজু হয়।