শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠন এর ইফতার বিতরণ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ  ‎ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের নলতায় কৃষকদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে পবিত্র কুরআনের সবক ও পুরস্কার বিতরণী । ‎ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর জেলা কমিটি অনুমোদন মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড

সাতক্ষীরা প্রাণসায়ের খালপাড় “প্রেস উদ্যান”

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ 

বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা প্রাণসায়ের খালের দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রাণসায়ের খাল পাড়কে “প্রেস উদ্যান” ঘোষণা করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপস্থিত থেকে প্রেস  উদ্যানটির ঘোষণা দেন এবং সাধুবাদ জানান সকল সাংবাদিকদের।

জেলা প্রশাসকের পরিকল্পনা অনুযায়ী আজ সকালে একযোগে প্রাণ সায়ের খালের দুই পাড়ে ২ হাজার  ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি সংস্থা, পরিবেশবিদ, শিক্ষার্থী এবং সেচ্ছাসেবী সংগঠনসহ সুধীজন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রাণসায়ের খাল আমাদের শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই মিলে এই খালটি দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে এটি আমাদের শহরের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে।

তিনি আরও বলেন, এই অভিযান ও বৃক্ষ রোপণ শুধু আজকের জন্য নয়, আমরা নিয়মিত এই উদ্যোগ অব্যাহত রাখবো। যারা অবৈধভাবে পুনরায় স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল নাগরিকদের এই বিষয়ে সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।

সাতক্ষীরার প্রাণসায়ের খাল দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার এই মহতী উদ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টা আগামীতে শহরের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশনেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।